বাসায় কাজের জন্য একজন লোক দরকার আলোচিত মডেল নায়লা নাঈমের।
নায়লা বলেন, আমার বাসায় কাজ বলতে তেমন কিছু নেই। বাসার সদস্যও সংখ্যাও একেবারে কম। টুকটাক কাজ করার জন্য একজন লোক দরকার ছিল। কিন্তু বিভিন্ন জায়গা বলার পরেও কোনো লোক পাইনি।
আরও জানান, বাসার টুকটাক কাজের জন্য কিছুদিন ধরেই একজন কাজের লোক খুঁজছি, কিন্তু দুর্ভাগ্য কোনো লোকই পাওয়া যাচ্ছে না। তারমানে দেশে এখন অভাব নেই। অথচ রাস্তায় বেরোলেই অনেক ভিক্ষুক এসে ভিক্ষা চান। মানুষ যে কাজ করতে কেন আগ্রহী না বুঝি না।
শোবিজ জগতের একজন র্যাম্প মডেল হিসেবে কর্মজীবন শুরু করলেও ২০০৯ সালে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে অলোচনায় আসেন নায়লা নাঈম।
Comments
Post a Comment