দীর্ঘ দশমাস লোকচক্ষুর আড়ালে থাকা চিত্রনায়িকা অপু বিশ্বাস ১০ এপ্রিল হঠাৎ করেই ফিরে এসে হৈ চৈ ফেলে দেন। এখনো আলোচনার শীর্ষে তিনি। প্রায়ই পত্রিকা ও অনলাইনে সাক্ষাৎকার দিচ্ছেন এই নায়িকা। তবে আবারো গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হতে যাচ্ছেন অপু। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অপু।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘ফিরে আসার পর থেকে সাংবাদিকদের সঙ্গে সার্বাক্ষণিক যোগাযোগ রক্ষার চেষ্টা করে চলেছি। পত্রিকা ও অনলাইনে সাক্ষাৎকার দিয়েছি, বিভিন্ন টিভি অনুষ্ঠানেও অংশ নিয়েছি। ভক্তদের ভালোবাসায় আমার ‘রাজনীতি’ বেশ ভালোই চলছে। তবে আবারো যোগাযোগ বিচ্ছিন্ন হতে চাইছি।’
নায়িকা বলেন, নতুন ছবি শুরু করার আগে একটু বিরতি দরকার, নিজেকে সময় দেয়া দরকার। তাই নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করার জন্য একান্তে সময় কাটাতে চাই। এ কারণে ব্যস্ততা কমিয়ে শরীরচর্চায় মনোনিবেশ করব। এক দেড়মাসের একটি বিরতিতে গিয়ে নিজেকে প্রস্তুত করেই নতুন ছবির ঘোষণা দিতে চাই।
অপু জানান, ঈদে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ ছবিটি নিয়ে আরো উচ্ছ্বসিত হতে পারতেন তিনি। কিন্তু নানা কারণে ছবিটি অপেক্ষাকৃত কম প্রেক্ষাগৃহ পেয়েছে। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের দিন সিনেমা হলে যাওয়া হয়নি, হলের সামনে তোলা হয়নি সেলফি, আসা হয়নি ফেসবুক লাইভে। বিষয়গুলো তাকে ব্যথিত করছে।
জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘আমি কথা দিয়েছিলাম ভক্তদের সঙ্গে ছবিটির সফলতা উদযাপন করব। আমি অবশ্যই কথা রাখব। ভবিষ্যতে অন্য কোনো ঈদে অন্য কোনো ছবির জন্য এই কথা তোলা রইল। আমার বিশ্বাস, ঢাকাসহ সারাদেশে ‘রাজনীতি’ ছবিটি আরো বেশি হল পাবে, দর্শক টানবে। সবার কাছে অনুরোধ রইল, ছবিটি উপভোগ করার জন্য।’
Comments
Post a Comment