ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভাতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। নিহতদের সবাই হেলিকপ্টারে থাকা উদ্ধারকর্মী। আগ্নেয়গিরির লাভা থেকে বাঁচাতে উদ্ধার অভিযান চালানোর সময় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে।
রোববার লাভার ধোঁয়ায় মধ্যে পড়ে এ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে সিএনএন খবর দিয়েছে।
খবরে বলা হয়, সেন্ট্রাল জাভার সিলেরি ক্রাটর এলাকায় অনেক পর্যটক অবস্থানকালে সেখানে অবস্থিত আগ্নেয়গিরি থেকে ধোঁয়া, লাভা, কাদা এবং ছাই উদগীরণ হতে থাকে। এই ধোঁয়া, ছাই, কাদা প্রায় ৫০ মিটার উঁচুতে পর্যন্ত উঠতে দেখা যায়।
খবরে বলা হয়, সেন্ট্রাল জাভার সিলেরি ক্রাটর এলাকায় অনেক পর্যটক অবস্থানকালে সেখানে অবস্থিত আগ্নেয়গিরি থেকে ধোঁয়া, লাভা, কাদা এবং ছাই উদগীরণ হতে থাকে। এই ধোঁয়া, ছাই, কাদা প্রায় ৫০ মিটার উঁচুতে পর্যন্ত উঠতে দেখা যায়।
খবরে বলা হয়, ঘটনার সময় চার পর্যটক আহত হয়েছেন।
এ বিষয়ে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুতপো পুরো নুগ্রোহো জানান, আগ্নেয়গিরি থেকে উদগীরণের ফলে কেউ নিহত হন। এলাকা থেকে সব পর্যটককে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের দল মানুষদের সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছে।
Comments
Post a Comment