ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস/আইএস) জঙ্গিদের পরাস্ত করায় ইরাকের সেনাবাহিনীকে ধন্যবাদ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
মসুলকে আইএসের হাত থেকে মুক্ত করার পর মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী হাইদার আল-আবাদি এ ধন্যবাদ জানান।
সেনাসদস্যের উদ্দেশ করে তিনি বলেন, মসুল পুনর্দখল একটি বড় বিজয়।
যদিও মসুলের পুরনো অংশে এখনো ইরাকি সেনাবাহিনী আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আইএসের বিরুদ্ধে লড়াই করে ১২ শতকের পুরনো মসজিদ আল-নুরি দখলে নেয় ইরাকি সেনাবাহিনী। এর সপ্তাহখানেকের মধ্যেই ইরাকের রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আবাদি সেনাসদস্যদের ধন্যবাদ জানান।
২০১৪ সালের জুলাই মাসে এই মসজিদ দখলে নিয়ে আইএস প্রধান আবু বকর বাগদাদি খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন।
সৈন্যদের শুভেচ্ছা জানিয়ে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, আল্লাহর কাছে শুকুর যে, আমরা মসুলকে মুক্ত করতে পেরেছি এবং আমাদের সেনাসদস্যদের নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছি।
Comments
Post a Comment