Skip to main content

ফেসবুকে বিবাহিত বান্ধবীকে ডেকে ধর্ষণ

চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কলকাতার একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল অভিষেক। একা একটি ফ্ল্যাট ভাড়া করে থাকত। মাস ছয়েক আগে ফেসবুকে তার সঙ্গে পরিচয় হয় বিবাহিতা এক তরুণীর। পরিচয় থেকে ঘনিষ্ঠতা হয় দুইজনের। তরুণীকে বেশ কয়েকবার নিজের ফ্ল্যাটে আসতে বলেছিল অভিষেক। কিন্তু রাজি হয়নি এবং শেষমেষ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করে অভিষেক।
বান্ধবীকে বাড়িতে ডেকে ধর্ষণ করার অভিযোগে আটক এক যুবক। পুলিশ জানিয়েছে, আটকৃতের নাম অভিষেক সিংহ রায় (২৬)। তার বাড়ি বর্ধমানের কালনায়। রোববার রাতে ভারতের বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অভিষেককে শান্তিনগরে তার ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কলকাতার একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল অভিষেক। সে বিধাননগরের শান্তিনগর এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া করে থাকত। মাস ছয়েক আগে ফেসবুকে তার সঙ্গে পরিচয় হয় বেহালার ২৪ বছরের এক তরুণীর। ওই তরুণী বিবাহিতা। তার দুই সন্তান রয়েছে। ওই তরুণীকে বেশ কয়েকবার নিজের ফ্ল্যাটে আসতে বলেছিল অভিষেক। জানাজানির ভয়ে তরুণী যাননি।
বিধাননগর পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘২৫ জুন ওই তরুণীকে তার ফ্ল্যাটে ডেকেছিল অভিযুক্ত। তিনি সেখানে যান এবং সারা রাত থাকেন।’ তরুণী অভিযোগ করেছেন যে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করে অভিষেক। পুলিশের কাছে ওই তরুণীর অভিযোগ, ২৬ জুন সকালে অভিষেক তাকে বিয়ে করবে না বলে জানালে দুইজনের মধ্যে ঝগড়া হয়। তার পরেই তিনি অভিষেকের ফ্ল্যাট ছেড়ে বেহালায় শ্বশুরবাড়ি ফিরে আসেন।
ওই ঘটনার কথা সম্প্রতি জানতে পারেন ওই তরুণীর স্বামী। তিনি স্ত্রীকে জানিয়ে দেন যে, তিনি সম্পর্ক রাখতে চান না। এরপর রোববার বিধাননগর দক্ষিণ থানায় অভিষেকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই তরুণী।
সোমবার অভিযুক্ত অভিষেককে বিধাননগর আদালতে তোলা হলে বিচারক তাকে তিনদিনের পুলিশি হেফাজতে পাঠান। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘ওই তরুণী তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে, তাকে মিষ্টির সঙ্গে মাদক মিশিয়ে খাইয়েছিল অভিষেক। অচেতন অবস্থায় তাকে ধর্ষণ করা হয়। যদিও লিখিত অভিযোগে তেমন দাবি তিনি করেননি।

Comments

Popular posts from this blog

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন (৭৭) বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। Click Here ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ময়মনসিহংহ-হালুয়াঘাটের এই আওয়ামী লীগ নেতা কিছুদিন ধরে মুম্বাইয়ের ওই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার ভোরে তার মৃত্যুর খবর দেশে আসে বলে তার পরিবারের সদস্যরা জানান। গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রমোদ মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চার বার।    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত এই নেতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এক গারো খ্রিস্টান পরিবারে প্রমোদ মানকিনের জন্ম। ১৯৯১ সালে আওয়ামী লীগে দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। মৃত্যুর আগ পর্যন্ত হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। 

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ ড্যাফোডিল শিক্ষক-শিক্ষার্থীদের

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে স্কুলের বিপরীতে সোবহানবাগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে স্কুলের শিক্ষকরা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শুধু ধর্মকে ব্যবহার করে রোহিঙ্গাদের ওপর ইতিহাসের বর্বরোচিত হামলা করে যাচ্ছে মিয়ানমারের সরকারি বাহিনী। এ হামলা থেকে রোহিঙ্গা শিশুরাও রেহাই পাচ্ছে না; যার কারণে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে চলে আসছে। বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে যা ঘটছে, তা মানবতাবিরোধী অপরাধ। ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ বর্বরোচিত এ হামলার নিন্দা ও তা বন্ধের আহ্বান জানিয়েছে। এতে বক্তব্য রাখেন, স্কুলের অধ্যক্ষ শাহানা খান, উপদেষ্টা ড. মাহমুদুল হাসান, সিনিয়র ভাইস প্রিন্সিপ্যাল রহিমা মির্জা রোজিমেরি প্রমুখ। এছাড়া দ্রুত এ হামলা বন্ধ করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরত নেওয়ারও দাবি জানান বক্তারা।