অতি ও ভারীবর্ষণে মধ্য এবং দক্ষিণ চীনে সোমবার ৩৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। অনেক মানুষের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এছাড়া বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, উত্তর চীনে দাবদাহ এবং খরা চলছে বলে রয়টার্স খবর দিয়েছে।
খবরে বলা হয়, দক্ষিণ চীনের অন্তত ৬০টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অতিবর্ষণ এবং বন্যায় সোমবার ভোরে ১৫ জন নিখোঁজ হয়েছেন।
সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানায়, হুনান, হুবেই, আনহুই, সিচুয়ান এবং গুইঝো প্রদেশে অতিবর্ষণ এবং বন্যা শুরু হয়েছে। এর মধ্যে হুনান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্ত্রণালয় থেকে বলা হয়, চীনের ঝিয়াংজিয়াং প্রদেশের ইয়াসিং নদীর প্রবাহ বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হুনান প্রদেশ বন্যাকবলিত হওয়ায় হাজার হাজার মানুষকে এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। এ প্রদেশে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অর্থনৈতিক হিসাবে এর পরিমাণ এক দশমিক ২২ বিলিয়ন।
Comments
Post a Comment