আমার ছেলেটা ভীষণ লক্ষ্ণী। তার ভবিষ্যৎ গড়তে মা হয়ে যেটা করা প্রযোজন আমি করব। সবাই আমার জন্য ও আব্রামের জন্য দোয়া করবেন।’
বুধবার একটি অনলাইন পোর্টালের ফেসবুক ফ্যানপেইজের লাইভে এসে নিজের সন্তান আব্রাহাম খান জয়ের প্রসঙ্গে কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা অপুবিশ্বাস।
অপু বলেন, অনেক সময় আমার মন খারাপ থাকলে সে পাশে এসে বসে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। এরপর আমার গালে আদর করে। ভীষণ ভালো লাগে তার এই কর্মকাণ্ড।
জয়ের ভবিষ্যত সম্পর্কে অপু বলেন, আব্রাহাম কি হবে এটা চিন্তার ব্যাপার নয়। ভাবতে হবে ও কি চায়।
আমি ওরটাই মূল্যায়ন করব। ও যখন বড় হবে ও যেটা অনুভব করবে বা আমাদের যা অনুভব করাবে আমি বা শাকিব সেই সিদ্ধান্তটা নেব।
Comments
Post a Comment