গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম আয়শা বেগম (৬০)। নিহত আয়েশা বেগম ময়মনসিংহের নান্দাইল থানার আহমদপুর এলাকার মৃত রহমান আলীর স্ত্রী।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাতী মো. আশিক জানান, মঙ্গলবার দাদীর সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর গাজীপুরায় তার বাবার (নিহতের ছেলের) ভাড়া বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহে তাদের গ্রামের বাড়ি যেতে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে যান। এসময় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রেনে এসে তাকে ধাক্কা দেয়। এতে ওই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার দাদী আয়েশা বেগমের মৃত্যু হয়।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।
Comments
Post a Comment