গত সপ্তাহে বিশ্বব্যাপী ম্যালওয়্যার ভাইরাস ছড়ানোর অভিযোগ ইউক্রেনের একটি অ্যাকাউন্টিং ফার্মের সার্ভার জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার দেশটির সবচেয়ে বড় একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার ফার্ম থেকে সার্ভার জব্দ করা হয়।
পুলিশ ধারণা করছে, এই সার্ভার থেকেই বিশ্বের বড় বড় কয়েকটি কোম্পানির সার্ভারে ম্যালওয়্যার ভাইরাস ছড়িয়ে পড়ে এবং কয়েক হাজার কম্পিউটার আক্রান্ত হয়।
এম.ই.ডক নামের এই অ্যাকাউন্টিং ফার্মটি ইউক্রেনে অত্যন্ত জনপ্রিয়।
ইউক্রেনের সাইবার পুলিশ প্রধান সের্গেই ডেমেডিউক সার্ভার জব্দের খবর নিশ্চিত করেন বলে বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে রাশিয়া টুডে (আরটি) জানিয়েছে।
সাইবার পুলিশের মুখপাত্র উইলিয়া কিভিটকো জানিয়েছেন, এঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
Comments
Post a Comment