পাকিস্তানের পাঞ্জাবে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত ও অপর ২২ জন আহত হয়েছেন।
বুধবার সকালে পাঞ্জাব প্রদেশের লাইয়াহ্ জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এ দুর্ঘটনায় গুরুতর আহতদের পার্শ্ববর্তী জেলা মুলতানের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বাসটিতে আনুমানিক ৫০ যাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, দ্রুতগামী বাসটির চালক অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আগত ট্রাক্টরটির সঙ্গে সংঘর্ষ ঘটে।
Comments
Post a Comment