রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী জঙ্গি নেতা সোহেল মাহফুজ ওরফে হাতকাটা সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সোহেলের তিন সহযোগী হলো- জামাল, হাফিজ ও সোহেল।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টিএম মোস্তাফিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহেল মাহফুজ নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা। শুক্রবার রাতে শিবগঞ্জে তিনসহযোগীকে সঙ্গে নিয়ে গোপন পরিকল্পনা করছিল সোহেল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে বিষয়টি জানানো হয়। সোহেলসহ গ্রেপ্তার চারজনকে ঢাকা নিয়ে আসা হচ্ছে বলে জানান এসপি মোস্তাফিজ।
Comments
Post a Comment