মৃত্যুকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। ক্যানসারকে যুদ্ধে হারিয়ে জীবনের মূল স্রোতে ফিরে এসেছেন তিনি। কিন্তু হারিয়েছেন স্ত্রীকে। একমাত্র সন্তান শারীরিক প্রতিবন্ধী। এত কিছুর পরও তিনি মোটেই ভেঙে পড়েননি। গত বিশ বছরে ৮০টি মৃত্যুপথযাত্রী শিশুকে নিজের আশ্রয়ে রেখে তাদের শেষ জীবন ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়।
তিনি মহম্মদ জিক। জন্মসূত্রে লিবিয়ান। ১৯৭৮ সালে পড়াশোনা করতে মার্কিন মুলুকে যান তিনি। ১৯৮০ থেকে জিক ও তার স্ত্রী অসুস্থ, দুস্থ শিশুদের শুশ্রূষার কাজ শুরু করেন লসঅ্যাঞ্জেলেসে। এসব শিশুর কাছে তিনি পিতার মতোই শ্রদ্ধেয়। তাদের একমাত্র সন্তান অ্যাডাম জন্ম থেকেই হাড়ের বিরল অসুখ আর বামনত্বের শিকার।
Comments
Post a Comment