ইয়াহুকে কিনে নেওয়ার পর শুরুতেই ব্যবহারকারীদের বড় ধরনের চমক দিল মার্কিন টেলিকম প্রতিষ্ঠান ভেরাইজন। একেবারে নতুন রূপে ইয়াহুকে সাজিয়েছে তারা। সে সঙ্গে যুক্ত করেছে নতুন ফিচার।
নতুন নকশায় ইয়াহুকে আরও পরিষ্কার ও ব্যবহারবান্ধব করা হয়েছে। এসেছে নতুন রঙিন থিম। এছাড়া পরিবর্তন এসেছে লেআউটে। মেইল ব্যবহারকারীরা এখন সহজে ছবি ও ডকুমেন্টসে ঢুকতে পারছেন। মেইল সেবার নকশায় পরিবর্তন আনার পাশাপাশি বিজ্ঞাপনমুক্ত মেইল সেবাকে নতুন নাম দিয়েছে ভেরাইজন। বেশি গ্রাহক সুবিধার নিশ্চয়তা দিয়ে নতুন সেবাটির নাম দেওয়া হয়েছে ইয়াহু মেইল প্রো।
এতে মেইলগুলো ব্যবহারকারীদের নিজের মতো গুছিয়ে রাখার সুবিধা যুক্ত হয়েছে। এছাড়া পছন্দের লেআউট যুক্ত করার সুবিধাও এসেছে। মেইলের মধ্যে এখন একটু বেশি জায়গা বেড়েছে বলে সহজে তথ্য খুঁজে পাওয়া যাবে। এছাড়া নতুন ইমোজি ব্যবহার করা যাবে এতে।
ইয়াহু কর্তৃপক্ষ বলেছে, ইয়াহুকে আরও উন্নত করা হয়েছে। যে কোনো ধরনের স্ক্রিনে কম গতির ইন্টারনেটেও ইয়াহু মেইল ভালো চলবে। এখন ইয়াহু মেইল আগের চেয়ে আরও ৫০ ভাগ দ্রুত গতিসম্পন্ন হয়েছে। ইয়াহু অ্যাপের মধ্যে সার্চ সুবিধাও বেড়েছে।
Comments
Post a Comment