কুমিরকে বিয়ে করছে কোনো মানুষ- এমনটা কি কখনো শুনেছেন?
শুনতে অবাক লাগলেও মেক্সিকোর দক্ষিণাঞ্চলে জেলেদের শহর হিসেবে পরিচিত সান পেদ্রো হুয়ামেলুলার মেয়র ভিক্টর অ্যাগুইলার বিয়ে করছেন এক কুমিরকে।
জানা গেছে, এটা আদিবাসী ঐতিহ্যের একটি অংশ, যা স্থানীয় জেলের জন্য `ভাগ্য বয়ে আনে` বলে মনে করা হয়। ১৭৮৯ সাল থেকে ওয়াহাকায় এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি পালন করে আসছে স্থানীয় বাসিন্দারা।
তাদের ধারণা এই বিয়ের মাধ্যমে ভালো ফসল ফলবে, জেলেরা অনেক মাছ পাবে, জীবনে সমৃদ্ধি নেমে আসবে। এমনকি স্থানীয় বাসিন্দারাএটাও মনে করেন এই বিয়ে তাদের সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।
রীতি অনুযায়ী কুমিরটিকে এক রাজকুমারী হিসেবে গণ্য করা হয়। স্থানীয়রাও তাকে বলে `রাজকুমারী`। আগামী বছর এই মেয়র আবারো নতুন একটি কুমিরকে বিয়ে করবেন।
Comments
Post a Comment