আইন-শৃঙ্খলার অবনতির প্রশ্ন তুলে রাজ্যপাল তার সঙ্গে মঙ্গলবার যেভাবে কথা বলেছেন, তা অত্যন্ত অপমানজনক বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ জন্য রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন মমতা। গত দু’দিন ধরে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল থেকে যে সাম্প্রদায়িক হিংসার খবর আসছে, তার পরিপ্রেক্ষিতেই এদিন মুখ্যমন্ত্রীকে ফোন করেন রাজ্যপাল। ফোনে রাজ্যপাল তাকে হুমকি দিয়েছেন এবং অত্যন্ত অপমানজনক ভাষায় কথা বলেছেন বলে মমতা।
তিনি বলেন, জীবনে কোনোদিন এত অসম্মানিত হইনি।
ফেসবুকে একটি আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছিল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের রুদ্রপুর এলাকায়। গত দু’দিনে ক্ষোভ ছড়িয়ে পড়ে আশপাশের স্বরূপনগর, বসিরহাট, হাসনাবাদ, হাড়োয়া, দেগঙ্গা ব্লকেও। পুলিশি নিষ্ক্রিয়তাতেই সাম্প্রদায়িক হিংসা দ্রুত ছড়াচ্ছিল বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার নবান্নে এক সংবাদ সম্মেলনে এ নিয়েই মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি তার সঙ্গে অত্যন্ত অপমানজনক ভাষায় কথা বলেছেন।
তিনি বলেন, রাজ্যপাল আমাকে ফোন করে যে ভাষায় কথা বলেছেন, তাতে আমি অত্যন্ত অপমানিত হয়েছি। এত অসম্মানিত হয়েছি যে, তারপরে এক সময় আমি ভাবছিলাম ছেড়ে চলে যাবো। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রী হয়ে বসে থাকার জন্য এখানে আসিনি। এই চেয়ার নিয়ে আমি ভাবি না। আমি শুধু মানুষের চেয়ারটাকে মানি।
তিনি আরো বলেন, ‘রাজ্যপাল এমনভাবে কথা বলেছেন, যেন তিনি বিজেপির একজন ব্লক সভাপতি। ক্ষোভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি রাজ্যপালের দয়ায় এখানে আসিনি। বিজেপি, সিপিএম বা কংগ্রেসের দয়ায় আমি মুখ্যমন্ত্রী হইনি। মানুষ আমাকে এখানে পাঠিয়েছে। আমরা কারো চাকর-বাকর নই।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যপাল নিজের এক্তিয়ার লঙ্ঘন করেছেন। তিনি বলেন, আমি রাজ্যপালকে বলেছি, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না।
কেশরীনাথ ত্রিপাঠি বিজেপির কথায় কাজ করেন এবং সব সময় বিজেপির হয়েই কথা বলেন বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন।
Comments
Post a Comment