জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে বেশ কিছুদিন ধরেই ঢালিউডে আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে বিভিন্ন সময়ে তার বক্তব্য নিয়ে দুইবার বয়কটের ঘটনাও ঘটেছে। সম্প্রতি শাকিব খানের বিরুদ্ধে একটি বেসরকারি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচারে গিয়ে বাংলা সিনেমার নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলার অভিযোগ উঠেছে।
আর নায়কের সেই বক্তব্যের পর ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী নিপুন। সেখানে নিপুণ উল্টো শাকিবের শিক্ষা নিয়েই প্রশ্ন তোলেন। শাকিবকে তিনি তার অতীতের অনেক কথাও মনে করিয়ে দেয়ার চেষ্টা করেন এই চিত্রনায়িকা।
নিপুনের সেই ফেসবুক পোস্ট নিয়ে মুখ খুলেছেন শাকিব। বিষয়টি নিয়ে জানতে চাইলে ‘নবাব’ খ্যাত এই তারকা বলেন, নিপুনের এই স্ট্যাটাস নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এমনকি এসব বিষয় নিয়ে মাথা ঘামানোর সময়ও নেই তার।
নিপুনকে ইঙ্গিত করে শাকিব খান বলেন, ‘কেউ যদি কোনো ভুল ইনফরমেশন নিয়ে কাউকে কটূক্তি করেন, মূলত সেই লোকটিই ছোট হয়। আমি দুই-দুইবার শিল্পী সমিতির সভাপতি ছিলাম। আমি চাইব না, আমাদের কোনো শিল্পী ছোট হন।’
তিনি আরো বলেন, ‘আমার মনে হয় তিনি (নিপুন) সেই অনুষ্ঠান ঠিকমতো না দেখেই আমার সম্পর্কে মনগড়া কথা লিখেছেন।’
তবে এই স্ট্যাটাস পড়ে প্রথমে অবাক হওয়ার কথাও জানিয়েছেন ঢালিউলের এই কিং খান। হঠাৎ তাকে নিয়ে নিপুন কেন এমন বক্তব্য দিলেন, তা-ও নাকি এ অভিনেতার বোধগম্য হয়নি।
শাকিবের ধারণা, তাকে ছোট করার জন্য ও নিজের ক্ষমতার বড়াই দেখানোর জন্য অযথাই এমন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন নিপুন। তিনি বলেন, ‘তার সঙ্গে আমি যেসব ছবিতে কাজ করেছি, সেখানে তিনি (নিপুন) মূল নায়িকা হিসেবে ছিলেন না। হতে পারে, আলোচনায় আসার জন্য আমাকে নিয়ে ফেসবুকে এমন একটি বক্তব্য প্রকাশ করেছেন তিনি।’
উল্লেখ্য, শাকিব খান এবং নিপুন ‘পিতার আসন’, ‘প্রেমিক নম্বর ওয়ান’সহ বেশ কিছু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন।
Comments
Post a Comment