লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হোসনা ও তার মায়ের লাশ শনাক্ত করা হয়েছে। অগ্নিকাণ্ডের দু’সপ্তাহ পর তাদের লাশ মিলল। ডেন্টাল রেকর্ড পরীক্ষার মাধ্যমে মা-মেয়ের লাশ শনাক্ত করা হয় বলে তদন্ত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তবে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কমরু মিয়ার পরিবারের ৫ সদস্যের মধ্যে তিনজনের লাশের কোনও খোঁজ পাওয়া যায়নি। ২৩ বছর বয়সী হোসনার লাশ পাওয়া যায় ১৭ তলার লিফটের পাশে। তার মা ৬৪ বছর বয়সী রাবেয়া বেগমকেও একই ফ্লোরে নিজেদের ফ্লাটে পাওয়া যায়।
তবে কিছু আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় হোসনা ও তার মায়ের জানাজার সময় এখনও নির্ধারিত হয়নি। জানাজা ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে। লন্ডনেই তাদের দাফন হবে বলে পরিবার সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, উত্তর কেনসিংটনের ভবনটিতে মোট ১২৯টি ফ্ল্যাট ছিল। ভবনের ১৭ তলার ১৪৪ নম্বর ফ্ল্যাটে মা-বাবা আর ভাইদের সঙ্গে থাকতেন হোসনা বেগম। কমরু মিয়াদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সেন্ট্রাল লন্ডনের বেঙ্গল রেস্টুরেন্ট। প্রায় ৯০ বছর বয়সী কমরু মিয়া অবসরে ছিলেন। তাদের মূল বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার খৈসাউড়া গ্রামে।
Comments
Post a Comment