বলিউড অভিনেত্রী সেলিনার জেটলির বাবা জে কে জেটলি মারা গেছেন। কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন সেলিনার বাবা। শনিবার পরিবারের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলেন যান জে কে জেটলি।
বাবার মৃত্যুর খবর পেয়ে দুবাই থেকে ইনদওর এসে পৌঁছান নায়িকা। এদিকে পাঁচ বছর আগে যমজ পুত্রসন্তানের মা হওয়া বলি নায়িকা সেলিনা জেটলি ফের সন্তানসম্ভবা। চুটিয়ে এনজয় করছিলেন তার প্রেগন্যান্সি পিরিয়ড। এর মধ্যেই বাবার চলে যাওয়ার খবরে ভেঙে পড়েছেন তিনি।
দুই ছেলে উইনস্টন ও ভিরাজের পর দ্বিতীয় বার সন্তানসম্ভবা হয়ে একটি বিশেষ কারণে নাকি বেশ অবাক হয়ে গিয়েছিলেন সেলিনা ও তার স্বামী পিটার হাগ। আগেই এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি এ বারও নাকি যমজ সন্তানের মা হতে চলেছেন।
Comments
Post a Comment