Skip to main content

দায়িত্ব পালন করায় বদলি হলেন নারী পুলিশ কর্মকর্তা (ভিডিও)

নিজের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বদলি হয়েছেন পুলিশের এক নারী কর্মকর্তা। তার অপরাধ এক নেতার মোটরসাইকেল চালানোর লাইসেন্স দেখতে চেয়েছিলেন। মোটরসাইকেল চালক নেতা মাথায় হেলমেট পরেননি। সে কারণে তিনি চালককে ২০০ টাকা জরিমানা করেছিলেন।
তার অপরাধ তিনি নেতাকে পথে দেরি করিয়ে দিয়েছিলেন। এছাড়া, দুর্ব্যবহার ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ নেতাকে জেলেও পাঠিয়েছিলেন। সে কারণে দলের সম্মান রক্ষায় শনিবার দায়িত্ব পালনকারী এক নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তার সঙ্গে অন্য পাঁচ পুলিশ কর্মকর্তাকেও অন্যখানে বদলি করে দেওয়া হয়েছে।
২১ জুন ভারতের উত্তর প্রদেশের বুলান্দশহর জেলার সিয়ানা গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ২১ জুন উত্তর প্রদেশের বুলান্দশহরের সিয়ানা গ্রামে দায়িত্ব পালন করছিলেন নারী পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠা ঠাকুর। এসময় এলাকার এক বিজেপি নেতা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তার মাথায় হেলমেট ছিল না। তা দেখে শ্রেষ্ঠা ঠাকুর ওই নেতাকে দাঁড় করান এবং মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কাগজপত্র দেখাতে না পরায় এবং হেলমেট ব্যবহার না করায় তিনি ওই নেতাকে ২০০ টাকা জরিমানা করেন। এই নিয়ে বিজেপি নেতা ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে বিতর্কে লিপ্ত হন। একসময় তা উত্তেজনায় পরিণত হয়। এরপর পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার এবং দায়িত্বপালনে বাধা দেওয়ার অভিযোগে বিজেপির ওই নেতাকে জেলে পাঠিয়ে দেন।
এখবর রাজ্যের বিজেপি নেতাদের মধ্যে ছড়িয়ে পড়লে দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তা শেষ পর্যন্ত প্রশাসন পর্যন্ত গড়ায়। অবশেষে পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠা ঠাকুরকে বদলি করে দেওয়া হয়েছে। শনিবার এ বদলি আদেশ পেয়েছেন শ্রেষ্ঠা।
দায়িত্ব পালনের জন্য ওই নারী পুলিশ কর্মকর্তার প্রশংসা করেছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমে এ খবর জানার পর শ্রেষ্ঠার পক্ষে জনমত গড়ে উঠতে শুরু করেছে।

Comments

Popular posts from this blog

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন (৭৭) বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। Click Here ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ময়মনসিহংহ-হালুয়াঘাটের এই আওয়ামী লীগ নেতা কিছুদিন ধরে মুম্বাইয়ের ওই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার ভোরে তার মৃত্যুর খবর দেশে আসে বলে তার পরিবারের সদস্যরা জানান। গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রমোদ মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চার বার।    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত এই নেতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এক গারো খ্রিস্টান পরিবারে প্রমোদ মানকিনের জন্ম। ১৯৯১ সালে আওয়ামী লীগে দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। মৃত্যুর আগ পর্যন্ত হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। 

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ ড্যাফোডিল শিক্ষক-শিক্ষার্থীদের

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে স্কুলের বিপরীতে সোবহানবাগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে স্কুলের শিক্ষকরা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শুধু ধর্মকে ব্যবহার করে রোহিঙ্গাদের ওপর ইতিহাসের বর্বরোচিত হামলা করে যাচ্ছে মিয়ানমারের সরকারি বাহিনী। এ হামলা থেকে রোহিঙ্গা শিশুরাও রেহাই পাচ্ছে না; যার কারণে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে চলে আসছে। বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে যা ঘটছে, তা মানবতাবিরোধী অপরাধ। ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ বর্বরোচিত এ হামলার নিন্দা ও তা বন্ধের আহ্বান জানিয়েছে। এতে বক্তব্য রাখেন, স্কুলের অধ্যক্ষ শাহানা খান, উপদেষ্টা ড. মাহমুদুল হাসান, সিনিয়র ভাইস প্রিন্সিপ্যাল রহিমা মির্জা রোজিমেরি প্রমুখ। এছাড়া দ্রুত এ হামলা বন্ধ করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরত নেওয়ারও দাবি জানান বক্তারা।