এবার সত্যি সত্যি কাতারভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা টেলিভিশন বন্ধের আশঙ্কা প্রকাশ করেছেন চ্যানেলটির নিউজরুমের সাংবাদিকেরা।
মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করে তারা বলেছেন, এবার আমরা সত্যি সত্যি আশঙ্কায় আছি, চ্যানেলটি বন্ধ হওয়ার।
তারা মনে করছেন, সর্বশেষ প্রচারিত স্টোরিই হয়ত তাদের শেষ সম্প্রচার। কারণ হিসেবে তারা বলেছেন, একমাস ধরে সৌদি আরব, আরব-আমিরাত, মিশর এবং বাহরাইন কাতারকে আল-জাজিরা টেলিভিশন চ্যানেল বন্ধের জন্য চাপ দিয়ে আসছে।
বুধবার দেশগুলোর বেঁধে দেওয়ার সময়সীমা পার হওয়ার আগমুহূর্তে আল-জাজিরা টেলিভিশনের ইংরেজি ভাষার সিনিয়র সাংবাদিক জামাল এলসায়াল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে বলেন, চ্যানেলের সব সাংবাদিকই এখন প্রচণ্ড রাজনৈতিক চাপের মধ্যে রয়েছেন। তারা এবার সত্যি সত্যি আশঙ্কা প্রকাশ করেছেন যে, হয়ত এবার তাদের প্রিয় আল-জাজিরা চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে।
তিনি বলেন, কোনো নাটকীয় বিষয় না ঘটলে আমরা এবারই প্রথম সত্যি সত্যি চাপের মুখে রয়েছি। আমরা ভাবছি, আমাদের সর্বশেষ প্রচারিত স্টোরিই হয়ত সর্বশেষ সম্প্রচার।
যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
Comments
Post a Comment