কিংবদন্তি অভিনেতা ফারুককে নিজের বাবার সঙ্গে তুলনা করলেন ঢালিউড বাদশাহ শাকিব খান।
শাকিব বলেন, আজ আমার বিরুদ্ধে শ্রদ্ধেয় ফারুক ভাই, আলমগীর ভাইয়ের মত মানুষজন কথা বলছেন। ফারুক ভাই আমার কাছে অনেক সম্মানের একজন মানুষ। উনি আমার বাবার মত। আসলে আমার মনে হচ্ছে কোনো তৃতীয় পক্ষ তাদেরকে ভুলভাবে ব্যবহার করার অপচেষ্টা করছে।
তিনি আরো বলেন, চলচ্চিত্রাঙ্গন চর দখলের জায়গা নয় যে, এখানে কেউ পজিশন দখল করে নিবে। চলচ্চিত্রাঙ্গণে অভিনয় ও যোগ্যতা দিয়ে টিকতে হয়। যৌথ প্রযোজনার ছবি নিয়ে পেছন থেকে কেউ গেম খেলছে। কারণ নবাব ছবিতে নবাবের ভূমিকায় অভিনয় করেছে বাংলাদেশি অভিনেতা। সেক্ষেত্রে তো অভিযোগ দেওয়ার কথা ওপার বাংলার। কিন্তু বাংলাদেশের পক্ষে কেন?
Comments
Post a Comment