দক্ষিণ-পশ্চিম জাপানে ভূমিধসে অন্তত ১১ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া একজনের প্রাণহানিসহ দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ভূমিধসে এ ঘটনা ঘটে।
অতিবর্ষণের কারণে নদীগুলি প্লাবিত হয়েছে। এতে করে চার লাখ মানুষ বাড়িঘর ছেড়ে চলে যেতে শুরু করেছেন।
জাপানের এনএইচকে টেলিভিশন জানায়, দক্ষিণ-পশ্চিমের দ্বীপ কুয়ুশুর ফুকোয়াকাতে গত নয় ঘণ্টায় সাতশ ৭৪ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এতে করে বৃহস্পতিবার ভূমিধসের ঘটনা ঘটে।
সাত হাজার পাঁচশ উদ্ধারকর্মী, পুলিশ, দমকলবাহিনী এবং স্বেচ্ছাসেবকরা নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
সাত হাজার পাঁচশ উদ্ধারকর্মী, পুলিশ, দমকলবাহিনী এবং স্বেচ্ছাসেবকরা নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
Comments
Post a Comment