কলেজছাত্র রানার প্রেমের পড়েন কলেজছাত্রী নাজমুন নাহার রিভা। এরপর বাড়ে ঘনিষ্টতা। বিভিন্ন সময় তাদের মধ্যে দৈহিক সম্পর্ক হয়েছে। এক পর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান রানা। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে অনশন করছেন প্রেমিকা।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঘটনা। রানা দামুড়হুদার মজলিশপুরের ছানোয়ার হোসেনের ছেলে। রিভা আলমডাঙ্গা উপজেলার বড় গাংনীর আমিনুলের মেয়ে।
কোনো উপায় না পেয়ে রোববার সকালে প্রেমিক রানার বাড়িতে বিয়ের দাবি নিয়ে অবস্থান নেয় রিভা। অবস্থা বেগতিক দেখে রানা আত্মগোপন করে। রানার উপযুক্ত বয়স না হওয়ায় তার পরিবার বিয়ে দিতে রাজী না হলে রিভা সেখানেই অবস্থান নেয়। রিভার পরিবারও বিয়ে দিয়ে সমস্যা সমাধানের তাগিদ দেয়।
এদিকে উভয় পরিবারের লোকজন মঙ্গলবার বিয়ে দেয়ার সিদ্ধান্ত নিলেও প্রেমিক রানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পরে রিভার অনড় অবস্থানের মুখে একপর্যায়ে উভয়ের পরিবারের মাঝে সমঝোতা করিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দলিয়ারপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মশিউর রহমানসহ স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ও গণ্যমান্য ব্যাক্তিরা।
ওসি তদন্ত জানান, খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। ছেলে পলাতক ও ছেলের বাবা উপস্থিত না থাকায় কোনো আলোচনা করা সম্ভব হয়নি। তবে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।
Comments
Post a Comment