সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৭৮ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার এ ঘটনা ঘটলেও বুধবার একজন চিকিৎসক বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রাজধানী বানগুই থেকে ৩০০ কিলোমিটার দূরে বামবারি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ওই চিকিৎসক জানান, সাপ্তাহিক হাটের দিন ট্রাকটি মালুউম গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিল। তখন একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শী চেম্বারলিন বামার বরাত দিয়ে রয়টার্স জানায়, ঘটনার সময় তিনি ৭৮ জনের মৃতদেহ এবং ৭২ জনকে আহত হতে দেখেছেন। এছাড়া হতাহতদের অনেককে বাড়ি নিয়ে যেতেও দেখেছেন তিনি।
একজন সংসদ সদস্য বলেছেন, ট্রাকটি অতিরিক্ত বোঝাই ছিল এবং স্বাভাবিকের চেয়ে অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। ট্রাকের চালক দ্রুতগতিতে যাওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনাটি ঘটে।
Comments
Post a Comment