সৌদি বাদশাহ সালমানকে সৃষ্টিকর্তার সঙ্গে তুলনা করায় সৌদি আরবে এক লেখক বরাখাস্ত হয়েছেন।
শুক্রবার আল-জাজিরাহ পত্রিকায় রামাদান আল-আনজি নামে ওই লেখকের একটি কলামে বাদশাহর প্রশংসা করা হয়। এরপরই তাকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, যেসব শব্দ বা বৈশিষ্ট্য ব্যবহার করে বাদশাহকে প্রশংসা করেছেন লেখক, সাধারণত সেসব বৈশিষ্ট্য সৃষ্টিকর্তার প্রশংসায় ব্যবহার করা হয়।
সৌদি আরবে বাদশাহকে এভাবে প্রশংসা নতুন কিছু নয়। কিন্তু ঈশ্বর বা দেবতাতুল্য প্রশংসা দেশটিতে একেবারেই সমর্থন করা হয়না।
বাদশাহ সালমান এমন প্রশংসায় বিস্মিত হয়ে রামাদান আল-আনজিকে বরখাস্তের নির্দেশ দেন বলে সৌদি সংবাদমাধ্যমে বলা হয়েছে।
জানা গেছে, ইতোমধ্যে পত্রিকাটি ওই লেখার জন্য লিখিতভাবে ক্ষমা চেয়েছে।
খবরে জানা গেছে, আনজি তার লেখায় বাদশাহ সালমানকে `হালিম` বা ধৈর্যশীল এবং `শাদেদ আল-ইকাব` বলে বর্ণনা করেন। কিন্তু এ শব্দ দুটি সৃষ্টিকর্তার প্রশংসায় ব্যবহার করা হয়।
আল জাজিরাহ পত্রিকা এক বিবৃতিতে লিখেছে, লেখক যেই প্রশংসাসূচক শব্দ তার লেখায় ব্যবহার করেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সৃষ্টিকর্তা তাকে যা দিয়েছেন তার বাইরে এমনটা করা একদমই ঠিক নয়। সৃষ্টিকর্তা তাকে রক্ষা করুন।
সৌদি সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওই পত্রিকার বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
Comments
Post a Comment