গেল জুনে সীমান্ত এলাকাসহ সারাদেশে অভিযান চালিয়ে ৬৮ কোটি ৭৮ লক্ষ ৮৯ হাজার টাকা মূল্যের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২ জুন রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা।
জব্দ করা মাদকের মধ্যে রয়েছে- ৮০ লাখ ২০ হাজার ৭২৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ হাজার ৯৬৯ বোতল বিদেশি মদ, ৪৮৮ লিটার বাংলা (দেশি) মদ, ১৭ হাজার ৯২ বোতল ফেনসিডিল, ৫৯৫ কেজি গাঁজা, ২ কেজি ৪৩৬ গ্রাম হেরোইন, ১ হাজার ৫০৮ টিএ্যানেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট, ১ লাখ ১২ হাজার ১০৫টি ইনজেকশন, ১২ লাখ ২৬ হাজার ৬১০টি অন্যান্য নেশার ট্যাবলেট। এছাড়াও অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে ১৬ হাজার ৭৩৩ পিস শাড়ি, ৪ হাজার ৩৪ পিস থ্রিপিস-শার্টপিস, ২ হাজার ১৭৯ মিটার থান কাপড়, ৫০৯ তৈরি পোশাক, ৩৪,০২১ সিএফটি কাঠ ও ১ কেজি ১৭০ গ্রাম স্বর্ণ।
বিজিবি জানায়, গেল মাসে বিজিবির অভিযানে মাদক পাচারসহ অন্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৭৬ জন ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১০৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ হয়ে।
এছাড়া ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে পাঁচ ভারতীয় নাগরিককে আটকের পর পাঁচজনকে বিএসএফ এর নিকট হস্তান্তর ও একজনকে থানায় সোপর্দ এবং বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ১৯ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে।
Comments
Post a Comment