জনপ্রিয় নাট্য অভিনেত্রী রিচি সোলায়মান প্রবাস জীবনে ভালো আছেন। তবে দেশে ফেরার পরিকল্পনাও রয়েছে তার। কিন্তু কবে ফিরবেন তা নিশ্চিত করে বলতে পারছেন না তিনি।
রিচি বলেন, আমি বেশ ভালো আছি... আলহামদুলিল্লাহ। সবাই আমাকে ও পরিবারের জন্য দোয়া করবেন।
অভিনয়ে না ফিরলেও এ অভিনেত্রী আমেরিকা থেকে নাড়ির টানে শিগগিরিই দেশে ফিরবেন।
বললেন, দেশে আসার পরিকল্পনা আছে। বিদেশে থাকলেও মনটা তো জন্ম-ভূমিতেই পড়ে থাকে। দেশের মানুষ, আত্মীয়- স্বজন সবাইকে অনেক মিস করি। তাই একবার এসে ঘুরে যাবো। সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ করবো।
কবে আসবেন এমন প্রশ্নে রিচি জানান, এখনো সেটা নিশ্চিত করে বলতে পারছি না। আমার এখানে কিছু কাজ রয়েছে। সেসব শেষ করে তবেই দেশে আসবো বেড়াতে।
১৯৯৮ সালে বেগম মমতাজের রচনায় ফারুক ভূঁইয়া প্রযোজিত ধারাবাহিক নাটক ‘বেলা অবেলা’র মধ্য দিয়ে রিচি সোলায়মানের মিডিয়ায় অভিষেক ঘটে। এতে তার বিপরীতে অভিনয় করেন টনি ডায়েস। এরপর তিনি অসংখ্য খণ্ড নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। গেল এক বছরেরও বেশি সময় ধরে তিনি স্বামী রাশেক মালেকের সঙ্গে আমেরিকায় সংসার করছেন।
Comments
Post a Comment