Skip to main content

Posts

বিএম কলেজে পেয়ারা নিয়ে ছাত্রলীগ নেত্রীদের চুলোচুলি, আহত ৯

বরিশালের বিএম কলেজের বনমালী ছাত্রীনিবাসে পেয়ারা পাড়া নিয়ে ছাত্রলীগ নেত্রীদের চুলোচুলি ও সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৯ জন। এতে আহত শারমিন আক্তার, মারিয়া হোসেন ও ইসরাত জাহানকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা হলো ছাত্রলীগ নেত্রী মুনিরা আক্তার মনি, কান্তা ইসলাম, ঝুমুর, ফাতেমা, জান্নাত ও মিষ্টি। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রীনিবাসে ওই ঘটনা ঘটে। জানা যায়, ছাত্রী নিবাসের ২নং ভবন কাকলী`র সামনে একটি পেয়ারা গাছ রয়েছে। সেখানে একটি শেড নির্মাণ করা হবে। শেড নির্মাণ করার কারণে গাছটি কাটা পড়বে। তাই ঠিকাদার জুয়েল ছাত্রলীগ নেত্রী মুনিরার কাছে পেয়ারা খাবে কিনা জানতে চায়। তখন মুনিরাসহ কয়েকজন সেখানে গিয়ে গাছ থেকে পেয়ারা পাড়ে। এই সময় হেনাসহ তারা অনুসারীরা পেয়ারা পাড়তে বাধা দেয়। এই সময় উভয় নেত্রীর মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে হেনা ও তার অনুসারীরা লাকড়ি নিয়ে হামলা করে। তারা মুনিরাসহ অনুসারীদের পিটিয়েছে। এই সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে উপাধাক্ষ্য স্বপন কুমার পাল, তত্ত্বাবধায়ক এসএম নাসিরউদ্দিন ও পুলিশসহ ছাত্রী নিবাসের সংশ্লিষ্টরা ...

রাজধানীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

রাজধানীর রামপুরায় এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম কাজী মাসুদ পারভেজ (৩৪)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাত ৯টার দিকে মহানগর প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) জানান, মাসুদের দুই পায়ে গুলি লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

নাটোরে দুই ভাইকে কুপিয়ে জখম

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি-এক এর বাগাতিপাড়া এলাকায় দুই ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তারা হলেন-নিজাম উদ্দিন (৪২) ও তার ভাই রাজা (৪৬)। আহত নিজাম উদ্দিন ও রাজা উপজেলার মালিগাছা এলাকার ইমাজ উদ্দিনের ছেলে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার মালিগাছা গ্রামের কলির মোড়ে তাদের ওপর এই হামলা হয়। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নিজাম ও রাজা দু’টি মোটরসাইকেলে করে লোকমানপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে কলির মোড়ে আসতেই ১০-১২ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহতরা হামলাকারীদের চিনতে পেরেছেন। তাদের আটকের চেষ্টা করছে পুলিশ।

ডিএমপির ২৪ ঘণ্টা অভিযানে গ্রেপ্তার ৪১

ঢাকা মহানগরীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারের সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১ হাজার ৬৭০ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি গাঁজা, ৮৪ বোতল ফেন্সিডিল, ২২৭ গ্রাম ২২০ পুরিয়া হেরোইন, ৪৫ ক্যান বিয়ার ও ১৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার হয়।

সিরিসেনা ঢাকা ছাড়ছেন শনিবার

তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে শনিবার ঢাকা ত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর সিরিসেনাকে বহনকারী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। ওইদিন রাতে রাজধানীর একটি হোটেলে লাফ গ্যাস বাংলাদেশের আয়োজনে সিরিসেনার সম্মানে নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সফরের দ্বিতীয় দিন শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেন সিরিসেনা। এ সময় শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান সিরিসেনা। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন  সিরিসেনা।

স্পর্শকাতর স্থানে পৌনে ৩ কেজি স্বর্ণসহ আটক নারী

স্পর্শকাতর স্থানে বিশেষভাবে লুকায়িত ২ কেজি ৭৫ গ্রাম স্বর্নসহ ৩০ বছরের এক যুবতীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শনিবার সকালে বেনাপোল সীমান্তে রোকসানা বেগম নামে ওই নারীকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন সকাল ৯টায় বেনাপোল চেকপোস্ট পার হয়ে ভারতে প্রবেশের সময় এ যাত্রীকে শনাক্ত করা হয়। পরে মহিলা কর্মকর্তারা তার শরীর তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করেন। তিনি আরো জানান, স্বর্ণের বারগুলো যাত্রী স্কচটেপ দিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে লুকিয়ে রেখেছিলো। স্বর্ণের বারগুলো ১ কেজি ওজনের ১১টি টুকরায় পাওয়া যায়। এগুলোর মোট ওজন ২ কেজি ৭৫ গ্রাম। যার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

সম্মতি ছাড়া বিয়ে ঠিক করায় তরুণীর আত্মহত্যা

সম্মতি না নিয়ে বিয়ে ঠিক করায় পরিবারের প্রতি অভিমান করে রাজধানীর শেরেবাংলা নগরে আত্মহত্যা করেছেন এক তরুণী। শুক্রবার ভোরে পূর্ব রাজাবাজারে একটি বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জেসমিন সুলতানা হ্যাপি নামে ওই তরুণী। জানা গেছে, মেয়ের সম্মতি না নিয়েই বিয়ে ঠিক করেছিলো পরিবার। মা-বাবার এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তরুণী। এর জেরে তিনি আত্মহত্যা করেন। শেরেবাংলা নগর থানার এসআই হালিম মিয়া বলেন, পারিবারিকভাবে এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করা হয় হ্যাপির। বিয়েতে সম্মতি না থাকায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তরুণী। সকালে টের পেয়ে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়। এর আগেই মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে জানান এসআই হালিম মিয়া।