Skip to main content

দিনভর বৃষ্টি রাতেও কাটেনি দুর্ভোগ



সোমবার দিনভর বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীবাসীর জনজীবন। রাত বাড়লেও কাটেনি সেই দুর্ভোগের রেশ। বৃষ্টির সঙ্গে সোমবারের যানজট সাম্প্রতিক দুর্ভোগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়েছে পরিবহনগুলোকে। রাত ১০টার পর আবার দেখা দিয়েছে গাড়ির সংকট।
টানা বৃষ্টির কারণে রাস্তায় পানি জমায় বাসা থেকে নেমে হাঁটার পথও খুঁজে পাচ্ছেন না রাজধানীবাসী। সকালে বৃষ্টি মাথায় নিয়ে বের হওয়া নগর বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহায়ে বাসায় ফিরতে হচ্ছে।
এদিন রাতে প্রেসক্লাবের সামনে বাসের জন্য অপেক্ষা করা আবেদ রহমান নতুন সময়কে বলেন, সাড়ে ছয়টায় মতিঝিল থেকে বাসে উঠেছি। ৮টা বাজতে চললো। কখন বাসায় যাবো। অন্য সময় ৩০ মিনিটে অন্তত শাহবাগ পার হতাম।
পল্টন মোড়ে কথা হয় বিহঙ্গ পরিবহনের চালক হুমায়ূনের সঙ্গে। তিনি বলেন, ইফতারের পর রওনা দিয়েছি। ৯টা বাজতে চললো। এখনো সদরঘাট পৌঁছাতে পারলাম না।
মতিঝিল সেনা কল্যাণ ভবনে কাজ করেন আব্দুল্লাহ আল মামুন। স্টোরকিপারের দায়িত্বে থাকা এই কর্মজীবী যাবেন বনানী। তার সঙ্গে মৌচাক মাকেটের সামনে কথা হয় নতুন সময়ের। তিনি বলেন, ভাই আজকের অবস্থা বললেন না। সকালে খুব ঝামেলা পার করে অফিস করেছি। চিন্তা করলাম বাসায় ইফতার করবো। কিন্তু ইফতার বাসায় হলো না। সময় মতো বাড়ি ফিরতেও পারছি না।
ফার্মগেট থেকে বাংলা মোটর পর্যন্ত রাস্তায় যথেষ্ট পানি জমে রয়েছে।
সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রোববার রাত থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের হিসেবে সোমবার সন্ধা ৬টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় ঢাকায় ১৩৩ মিমি বৃষ্টি হয়েছে।
রাজধানীর অনুন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে সাধারণত ৩০ মিমি বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। সেখানে ১৩৩ মিমি বৃষ্টিতে কী অবস্থা তা বলার অপেক্ষা রাখে না। নিচু এলাকা বিশেষত পুরান ঢাকার বাসিন্দারা ঘর থেকেও বের হতে পারছেন না।
জুরাইন কবরস্থান সংলগ্ন এলাকায় থাকেন কামরুল ইসলাম। তিনি মুঠোফোনে নতুন সময়কে বলেন, আমাদের তিনতলা বাড়ি। আমরা দোতলায় থাকি। টানা বৃষ্টির কারণে নিচতলায় পানি উঠেছে। নিচতলার বাড়াটিয়ারা আমাদের এখানে এসে পড়েছেন। সন্ধ্যায় বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু রাস্তায় পানি জমায় বের হতে পারছি না।
আলম মার্কেটের সামনে কথা হয় আবুল মিয়ার সঙ্গে। ফরিদাবাদ থাকা এই কর্মজীবী বলেন, একজনের কাছে টাকা পেতাম। তা আনতে গ্যাসপাইপ এলাকায় যাওয়ার কথা ছিল। রওনাও দিয়েছিলাম। কিন্তু ওই রাস্তার অবস্থা দেখে ফিরে এলাম। হাঁটুর ওপরে পানি জমে আছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

Comments

Popular posts from this blog

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন (৭৭) বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। Click Here ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ময়মনসিহংহ-হালুয়াঘাটের এই আওয়ামী লীগ নেতা কিছুদিন ধরে মুম্বাইয়ের ওই হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার ভোরে তার মৃত্যুর খবর দেশে আসে বলে তার পরিবারের সদস্যরা জানান। গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রমোদ মানকিন জাতীয় সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চার বার।    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত এই নেতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এক গারো খ্রিস্টান পরিবারে প্রমোদ মানকিনের জন্ম। ১৯৯১ সালে আওয়ামী লীগে দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। মৃত্যুর আগ পর্যন্ত হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। 

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ ড্যাফোডিল শিক্ষক-শিক্ষার্থীদের

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে স্কুলের বিপরীতে সোবহানবাগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে স্কুলের শিক্ষকরা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শুধু ধর্মকে ব্যবহার করে রোহিঙ্গাদের ওপর ইতিহাসের বর্বরোচিত হামলা করে যাচ্ছে মিয়ানমারের সরকারি বাহিনী। এ হামলা থেকে রোহিঙ্গা শিশুরাও রেহাই পাচ্ছে না; যার কারণে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে চলে আসছে। বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে যা ঘটছে, তা মানবতাবিরোধী অপরাধ। ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ বর্বরোচিত এ হামলার নিন্দা ও তা বন্ধের আহ্বান জানিয়েছে। এতে বক্তব্য রাখেন, স্কুলের অধ্যক্ষ শাহানা খান, উপদেষ্টা ড. মাহমুদুল হাসান, সিনিয়র ভাইস প্রিন্সিপ্যাল রহিমা মির্জা রোজিমেরি প্রমুখ। এছাড়া দ্রুত এ হামলা বন্ধ করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরত নেওয়ারও দাবি জানান বক্তারা।