ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে হঠাৎ করেই মধ্যবর্তী নির্বাচনের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। ৮ জুন নির্বাচনের জন্য তিনি সংসদে প্রস্তাব আনবেন। খবর বিবিসির।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ভাষণে আচমকাই তিনি এ ঘোষণা দেন।
থেরেসা মে বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার বিষয়ে আলোচনা করতে সঠিক পরিকল্পনা ছিল সরকারের। এছাড়া লন্ডনে রাজনৈতিক ঐক্য চান তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি মন্ত্রিসভার এক বৈঠকে সভাপতিত্ব করেছি; যেখানে আমরা ঐক্যমতে পৌঁছেছি যে, আগামী ৮ জুন সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো উচিত সরকারের।
থেরেসা মে বলেন, তিনি পার্লামেন্টে যাবেন এবং ৮ জুন জাতীয় নির্বাচনের ডাক দেবেন- ‘আমাদের একটি সাধারণ নির্বাচন দরকার; এবং এখনই দরকার।’
বেক্সিটের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর এক মাসের মধ্যে থেরেসা মে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন।
Comments
Post a Comment