Skip to main content

Posts

Showing posts from April, 2017

Trump congratulates Erdogan for referendum win

Donald Trump has congratulated Turkish President Recep Tayyip Erdogan on his victory in Sunday's referendum that gave him sweeping new powers. In a phone call, the US president also thanked Mr Erdogan for supporting America's missile strike on a Syrian government airbase on 7 April, reports BBC. In the poll, 51.4% of Turkish voters backed the changes. Erdogan rejected criticism from international monitors who said he had been favoured by an "unequal campaign". "Know your place," he told the observers. The narrow victory was ruled valid by Turkey's electoral body, despite claims of irregularities by the opposition. In a separate development, Turkey extended the state of emergency for three months. The measure, introduced after a failed coup last July, was set to expire in two days. In a statement on Monday, the White House said President Trump discussed with his Turkish counterpart America's "action in respons...

আগাম ভোট চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে হঠাৎ করেই মধ্যবর্তী নির্বাচনের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। ৮ জুন নির্বাচনের জন্য তিনি সংসদে প্রস্তাব আনবেন। খবর বিবিসির। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ভাষণে আচমকাই তিনি এ ঘোষণা দেন। থেরেসা মে বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার বিষয়ে আলোচনা করতে সঠিক পরিকল্পনা ছিল সরকারের। এছাড়া লন্ডনে রাজনৈতিক ঐক্য চান তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি মন্ত্রিসভার এক বৈঠকে সভাপতিত্ব করেছি; যেখানে আমরা ঐক্যমতে পৌঁছেছি যে, আগামী ৮ জুন সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো উচিত সরকারের। থেরেসা মে বলেন, তিনি পার্লামেন্টে যাবেন এবং ৮ জুন জাতীয় নির্বাচনের ডাক দেবেন- ‌‘আমাদের একটি সাধারণ নির্বাচন দরকার; এবং এখনই দরকার।’ বেক্সিটের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর এক মাসের মধ্যে থেরেসা মে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন।